Giffen Good


গিফেন গুড
                                           
ফাত্তাহ একজন দিনমজুর,সে দিন আনে দিন খায় কখনো ইট ভেঙে , কখনো মাটি কেটে কখনো বা কুলীগিরি করে সে অর্থ উপার্জন করে থাকে এবং তার যে উপার্জন তা দিয়ে তার  সন্তান  স্ত্রীর মুখে ভাত তুলে দেয়াটা বড্ড কঠিন এমনও দিন থাকে যেসে কোনো কাজই জোটাতে পারে নাসেসব দিনগুলোর কথা না হয় তোলা   থাক যেহেতু তার উপার্জন কমএবং বাজারে চালের      দাম তার আয়ত্তের বাইরে বিচরণ করেসেহেতু সে এক উপায় বের করেছে,সে বিভিন্ন চালের আড়তে পড়ে থাকা চাল কিনে নেয় কম মূল্যেএবং পরিবারের মুখে ভাত তুলেদেয় তার মতই এরকম অনেক স্বল্প আয়ের মানুষ আছে যারা এরকম চাল কম দামে কিনে থাকে
যখন বাজারে চালের দাম বেড়ে যায়তখন ফাত্তাহ্ তার এই চাল বেশি করে কিনে রাখে,যাতে ভবিষ্যতে তাকে বেশি দামে এই চাল না কিনতে হয় অথবা তাকে অভুক্ত থাকতে না হয় সে শুধু একা নয়তার মত অন্যান্য স্বল্প আয়ের মানুষও এই কাজ করে থাকে

কিন্তু সমস্যা হচ্ছেঅর্থনীতির সূত্র তো বলে চালের দাম বাড়লে চালের চাহিদা কমে যাওয়ার কথা!কিন্তু এতো দেখি সাক্ষাৎ উল্টোতারমানে কি অর্থনীতির সূত্র ভুল!
অর্থনীতির সব থেকে জরুরি তত্ত্ব হচ্ছে চাহিদা এবং যোগানের তত্ত্ব এই তত্ত্ব বলছে চাহিদা এবং যোগান যেখানে মিলে যায় সেই দামে ক্রেতা কিনতে রাজি এবং বিক্রেতা বেচতে রাজি যখন      যোগান বেড়ে যায় দাম কমে যায় এবং যোগান কমে গেলে দাম বেড়ে যায় আবার চাহিদা বাড়লেও  দাম বাড়ে এবং চাহিদা কমলে দাম কমে যায় অর্থাৎ দামের এবং যোগানের উল্টো সম্পর্ক এবং     চাহিদা  দামের সোজা সম্পর্ক
কিন্তু অর্থনীতির এই নিয়ম সব সময় খাটে না গিফিন দ্রব্য এমন একটা দ্রব্য যা এই নিয়ম মানে না মানে দাম বাড়লে এগুলোর চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে
গিফিন দ্রব্যগুলোর ব্যাপারে প্রথম গবেষণা করেন স্কটিশ অর্থনীতিবিদ Robert Giffen তিনি দেখলেন স্কটল্যান্ডের শ্রমিকরা আলুর দাম কমলে আলু কম খায় এবং আলুর দাম   বাড়লে আলু বেশি খায়
অর্থনীতিবিদরা এটা ওই সময় জানতেন যে বিলাসের দ্রব্যগুলোর দাম বাড়লে তার চাহিদা আরো  বাড়েকারণ সেগুলো নিজের প্রতিপত্তি  সম্পদ লোককে দেখানোর একটা পন্থা তাই দাম           বাড়লে ধনী ব্যক্তিরা সেই দ্রব্য বেশি করে কেনে কিন্তু আলু তো অতি সাধারণ খাওয়ার বস্তু তাহলে এমন কেন হয়
স্যার রবার্ট গিফেন (১৮৩৭-১৯১০)
                  গিফিন দেখলেন যে শ্রমিকদের আয় যদি না বাড়ে কিন্তু আলুর দাম কমে যায় সেক্ষেত্রে তারা অল্প  আলু কিনলে বাকি টাকা দিয়ে মাংস কিনতে পারে তাই তারা তখন আলু কম কিনে মাংস কেনে তার মানে আলুর দাম কমলে তাদের পরোক্ষ ভাবে আয় বেড়ে যায় তাই আলুর দাম   কমলে তারা আলু কম কিনছে অন্য দ্রব্য কেনার জন্য আবার যখন আলুর দাম বাড়ে তখন   তাদের বাকি টাকা দিয়ে মাংস কেনা সম্ভব হচ্ছে না তাই তারা বেশি করে আলুই কিনছে গিফিনদ্রব্যের দাম কমে   গেলে আপনার ক্রয় ক্ষমতা বেড়ে যায় যেমনটা হয় আপনার আয় বেড়ে   গেলে কিন্তু সত্যিকারের আয় আপনার বাড়ে না সাধারণ ভাবে রোজকার খাবারগুলো এই      গিফিন দ্রব্যের আওতায় পড়ে যেমন সাধারণ ভাবে আপনি রুই মাছ খান কিন্তু তার দাম কমে  যাওয়ায় রুই মাছ বাবদ মোট মাসিক খরচ কমে গেল এবার দেখলেন কদিন কম রুই মাছ   খেলে আপনার পক্ষে একদিন জম্পেশ  করে ইলিশ মাছ খাওয়ার সুযোগ হবে তখন আপনি রুইয়ের দাম কমলেও তা কম খাচ্ছেনআবার দাম বাড়লে ইলিশ বন্ধআপনাকে আমি পুরো        গিফেন দ্রব্য ব্যাখ্যা করলাম কিন্তু তা যদি আমি গ্রাফে না দেখাইতবে অনেকেই মনঃক্ষুণ্ণ হতে পারেন তাই নিচে সহজ ভাবে নরমাল গুড এবং গিফেন গুডের ডিমান্ড কার্ভ উপস্থাপন করলাম তাহলেই আশা করি আপনারা পার্থক্য বুঝতে পারবেন

 আপনি এই ছবিটি খেয়াল করুনএটি হচ্ছে সাধারণ দ্রব্যের চাহিদা রেখা -
নরমাল গুড
যখনই দাম কমছেচাহিদা বেড়ে যাচ্ছেবা উল্টো করে বললেদাম বেড়ে গেলে চাহিদা কমে যাচ্ছে অতএব আপনি এমন এক রেখা পাবেন  যা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামীঅর্থাৎ       ঋণাত্মক সম্পর্ক প্রকাশ করছে

এবার গিফেন দ্রব্যের চাহিদা রেখা দেখুন -

গিফেন গুড
 এখানে দাম যতই বাড়ছেচাহিদা ততই বেড়ে যাচ্ছেঅর্থাৎ ধণাত্মক সম্পর্কঅতএব আপনি এমন   এক রেখা পাবেন যা বাম দিক থেকে ডান দিকে উর্ধ্বগামীএই যে সাধারণ দ্রব্যের চাহিদা রেখার সাথে গিফেন দ্রব্যের চাহিদা রেখার অমিল রয়েছে কারণেই  গিফেন দ্রব্য আলাদা করে বিচার    করা হয়

ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন অন্যদিন অন্য কোন বিষয় নিয়ে হাজির হব ততদিন ভাল থাকুন, অর্থনীতির সাথেই থাকুন 
আমদের ফেসবুক পেজ যেতে -এখানে ক্লিক করুন-
Email: pustecoclub@gmail.com

অর্থনীতি বিভাগ (স্নাতক ২য় বর্ষ)
পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Contact: [FB]  [E-Mail]

No comments

Powered by Blogger.