অর্থের তারল্য(Liquidity of Money)

Liquidity of Money, image source: https://blog.midasfinserve.com/

                                             অর্থের তারল্য(Liquidity of Money)

চাওয়া মাত্র জনগনের দাবি নগদ অর্থে পূরন করার ক্ষমতাকে তারল্য বলে।এজন্য প্রতিটি বানিজ্যিক ব্যাংককে পর্যাপ্ত পরিমান নগদ অর্থ তরল আকারে সংরক্ষণ করা উচিত। কিন্তু তাই বলে যদি ব্যাংক আমানতের সব অর্থ নগদ অবস্থায় ধরে রাখে তাহলে ব্যাংকের তারল্য নীতি পরিপূর্ণ ভাবে বাস্তবায়িত হয় সত্যি কিন্তু মুনাফা অর্জন নীতি ব্যহত হয়।

এখানে উল্লেখ্য যে, ব্যাংকের আমানতের সব অর্থ ধরে রাখাকে তারল্য নীতি এবং অপর পক্ষে মুনাফা অর্জনের  লক্ষ্যে ঋণ প্রদান করাকে মুনাফা নীতি বলে। 

লর্ড কেইন্স  তাঁর “The General Theory of Employment  Interest and Money” নামক বইয়ে তারল্য , সুদের নগদ পছন্দ তত্ত্ব নিয়ে আলোচনা করেন।

এবার আসি আমাদের সাধারণ সাদা মাটা জীবনে। ধরুন আপনি একজন স্কুল শিক্ষক । আপনার মাসিক বেতন ১৫০০০ টাকা।আপনার মাসে হাত খরচ বাবদ ব্যয় হয় ১০০০০ টাকা।বাকি ৫০০০ টাকা আপনি কি করবেন? আপনি এটি নিজের কাছে জমাবেন নাকি কাওকে ঋণ দেবেন এবং বিনিময়ে পারিতোষিক নিবেন নাকি ব্যাংকে রাখবেন? সাধারনত  তারল্য, নগদ পছন্দ বা Liquidity Preference সুদের ওপর নির্ভর করে। এই যে বেতন বাবদ প্রাপ্ত ১৫০০০ টাকার অবশিষ্ট ৫০০০ টাকা আপনি যদি কাওকে ধার না দিয়ে নিজের কাছে বা হাতে রাখেন তাহলে আপনার নগদ অর্থ তারল্য বা Liquidity বৃদ্ধি পাবে  এবং টাকা ধরে রাখার এই বিষয়টিই হচ্ছে অর্থের নগদ পছন্দ বা Liquidity Preference।সুদের হার বেশি হলে সেই টাকা নিজের হাতে না রেখে যদি ব্যাংকে জমা রাখেন তাহলে ব্যাংকের অর্থ তারল্য বৃদ্ধি পায় ,এক্ষেত্রে আপনি আপনার নগদ অর্থ পছন্দ ত্যাগ করছেন। আবার, যদি আপনি ব্যাংকে জমা কৃত  টাকা আপনার প্রয়োজন মত তুলে অন্য কাজে লাগাতে চান তাহলে আপনি চাওয়া মাত্র ব্যাংক এই টাকা দিতে বাধ্য এবং আপনার এই দাবি নগদ অর্থ দিয়ে পূরণ করার ক্ষমতাই হচ্ছে তারল্য।                                               

 সম্মানিত পাঠকবর্গ , উপরিউক্ত আলোচিত বিষয়টিতে যদি কোন ভুল থেকে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন যেন ভবিষৎ এ আমরা আমাদের ভালো লিখা গুলো উপহার দিতে পারি।আপনাদের দোয়া এবং সাহায্যই কাম্য।


ইসরাত জাহান

অর্থনীতি বিভাগ(২য় বর্ষ)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

1 comment:

  1. Congratulations......
    সুদের তারল্য পছন্দ তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা প্রশ্নের উত্তর পেলে ভালো হতো

    ReplyDelete

Powered by Blogger.