রেওয়ামিল / Trial Balance
হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট-ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা ও গাণিতিক সমতা যাচাইয়ে করে
একটি তালিকা করা।
সকল ব্যক্তিবাচক, সম্পত্তি বাচক ও নামিক হিসাব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়।
হয়েছে কি না, এবং খতিয়ানের জেরগুলো সঠিকভাবে নির্ণয় করা হয়েছে কি না, তা রেওয়ামিলের
মাধ্যমে জানা যায়।
রেওয়ামিলএর ডেবিটও ক্রেডিট পাশে কি কি যাবে নিচের বিবরণ দেখলেই বোঝা যাবে ।
এখন কথা হচ্ছে যে আমরা কেন রেওয়ামিল করবো?
ধরুন আপনি প্রাণ কোম্পানির ১০% শেয়ার কিনলেন। নির্দিষ্ট সময় পরে আপনি মুনাফা নিবেন কিন্তু তার জন্যে কি প্রাণ কোম্পানির সারা বছরের ক্রয়,বিক্রয়,খরচ,আয় ও ব্যয় দেখবেন নাকি সরাসরি বছর শেষে নিট যেটা রইলো সেটা দেখবেন?
অবশ্যই বছর শেষে একটা নির্দিষ্ট তথ্য পাবেন।
প্রাণ কোম্পানি প্রতি মাসের লেনদেন প্রতিমাসে লিপিবদ্ধ করে। সেখান থেকে খতিয়ান করে ও তারপর খতিয়ানের জের থেকে রেওয়ামিল প্রস্তুত(পরবর্তীতে সময় শ্রম লাঘব করার জন্য) করে আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করে এবং অবশেষে আপনার কাছে একটা নিট হিসাব প্রকাশ করে।
রেওয়ামিল নির্দিষ্ট তারিখ বা সময়বিন্দুর জন্যে প্রস্তুত করা হয়(স্বাভাবিক ভাবে হিসাবকাল বা বছরের শেষে)। এতে আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করা সহজ হয়।
নমুনা ছক
.
.
সকল প্রকার সর্তকতামূলক ব্যবস্থা নেয়ার পরও যদি রেওয়ামিলের দুই পাশ না মিলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য গরমিলের পরিমাণকে যে পাশে কম সে পাশে যোগ করে অনিশ্চিত হিসাব (Suspense Account) ধরে রেওয়ামিলের উভয় পার্শ্ব সমান করা হয়। এবং কোথায় ভুল হয়েছে সেটা পাওয়া গেলে সাথে সাথে সংশোধনী দাখিলা দিয়ে রেওয়ামিল ঠিক করতে হয়।
তথ্য সুত্রঃ Rezaul's Accounting for Basic Studies
হিসাববিজ্ঞান ১ম পত্র_(পরেশ চন্দ্র মন্ডল)
.
.
ভুল ত্রুটিক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা ও সফলতা কামনা করছি।
আসসালামু আলাইকুম।
মোঃ সৌরভ হোসেন
অর্থনীতি বিভাগ (২য় বর্ষ)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।
Casino, poker, and bonuses: Top bonuses for 2021 - drmcd
ReplyDeleteCasino, 구미 출장마사지 poker, 구미 출장마사지 and bonuses: Top bonuses for 2021 · 1. Spins 남원 출장샵 Casino 안양 출장마사지 bonus up to $1,000 · 2. Cashier Casino 정읍 출장마사지 bonus up to $1000 · 3. Cashier Casino bonus up